
সজিব আহমেদ সরকার
সাধারণ সম্পাদক, ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন (ঊষা)
তারুণ্যই ভবিষ্যতের চালিকাশক্তি, আর সেই তারুণ্যের সঠিক বিকাশ ঘটাতেই ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন (ঊষা) প্রতিষ্ঠার পর থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঊষা আজ কেবল একটি সংগঠন নয়; এটি হয়ে উঠেছে আমাদের এক অভিন্ন পরিবার। শ্রীপুর উপজেলার প্রতিভাবান শিক্ষার্থীদের একত্রিত করে গড়ে ওঠা এই সংগঠন বর্তমানে বাংলাদেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। আমাদের মূল লক্ষ্য হলো মেধাবী অথচ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা, এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে শিক্ষার্থীদের আলোকিত জীবনের পথে এগিয়ে নেওয়া। সাধারণ সম্পাদক হিসেবে আমি গর্বিত যে, ঊষার প্রতিটি সদস্য স্বপ্ন দেখে কেবল নিজের নয়—বরং সমাজ ও দেশের জন্য কিছু করার। তাদের ঐক্য, উদ্যম ও সৃজনশীলতা আমাদের যাত্রাপথকে আরও দৃঢ় করে তুলেছে। আমরা বিশ্বাস করি, আগামী দিনে ঊষার প্রতিটি পদক্ষেপ তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে মানবকল্যাণ ও প্রগতির পথে। ঐক্যের শক্তিকে পুঁজি করে আমরা গড়ে তুলতে চাই একটি আলোকিত আগামী।
ঊষার আলো ছড়িয়ে যাক আগামী দিনের প্রতিটি স্বপ্নে, প্রতিটি প্রজন্মে।
