সংগঠনটির ইতিহাস
উদ্যমে উদ্যোগে,তারুণ্যে দূর্জয়" নীল আকাশের নিচে সবুজের রাজ্য, শান্ত নদীর কলতান, শাল-গজারির গভীর বন আর উর্বর মাঠঘেরা আমাদের শ্রীপুর। প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর এই ভূমি শুধু ভূগোলের একটি নাম নয়, এটি আমাদের শেকড়, আমাদের অস্তিত্বের স্পন্দন। এই মাটির বুকে জন্ম নিয়েই আমরা স্বপ্ন দেখতে শিখেছি, জ্ঞানের পথ ধরে এগিয়ে চলেছি। শিক্ষা শুধু ডিগ্রি অর্জনের জন্য নয়, বরং এটি আমাদের সমাজ, সংস্কৃতি ও সভ্যতাকে এগিয়ে নেওয়ার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। আমরা যারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ছি, তারা কেবল নিজেদের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নিয়েই থেমে থাকতে পারি না—আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত শ্রীপুরের সম্ভাবনাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। আমাদের এই সংগঠন "ঊষা" শুধু পরিচি