উদ্যমে উদ্যোগে
তারুণ্যে দুর্জয়

জি.এম. সাইফ সাফায়েত খান রিফাত

সভাপতি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি(২০২৪-২৫) ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন (ঊষা),শ্রীপুর,গাজীপুর

বিস্ময়কর সম্ভাবনার দেশ বাংলাদেশ, আর আমাদের সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন (ঊষা) সেই সম্ভাবনাকে বাস্তবায়নের জন্য নিবেদিত এক প্ল্যাটফর্ম। "উদ্যমে, উদ্যোগে, তারুণ্যে দুর্জয়"—এই স্লোগানকে সামনে রেখে, শিক্ষা, শান্তি, ঐক্য ও প্রগতির মূলনীতি ধারণ করে আমরা ১৯৮৬ সাল থেকে অগ্রসর হচ্ছি। ঊষা কেবল একটি সংগঠন নয়; এটি ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সহযোগিতার এক উজ্জ্বল বাতিঘর। ভাওয়াল গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মেধাবী তরুণদের নিয়ে গঠিত এই সংগঠন বাংলাদেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য একটি পরিবার। সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা এবং উচ্চশিক্ষার পথ সুগম করাই আমাদের মূল লক্ষ্য। ঊষা সবসময় নিরপেক্ষ, অলাভজনক ও অরাজনৈতিক অবস্থানে থেকে মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। আমাদের সদস্যরা শুধুমাত্র নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্যই নয়, বরং সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখার ব্রত নিয়েই এগিয়ে চলেছে। এই সংগঠনের সভাপতি হিসেবে আমি গর্বিত ও কৃতজ্ঞ। আমাদের পথচলায় সকল সদস্যের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আমাদের শক্তি। আশাকরি, আগামী দিনগুলোতে আমরা আরও বৃহৎ পরিসরে মানবসেবায় নিজেদের নিবেদন করতে পারবো। ঊষার আলোয় আলোকিত হোক আমাদের আগামী!