ঊষা পরিচিতি
উদ্যমে উদ্যোগে তারুণ্যে দুর্জয় এই স্লোগান কে সামনে রেখে শিক্ষা, শান্তি, ঐক্য, প্রগতি এই মূলনীতি কে বুকে ধারণ করে ১৯৮৬ সালের ১২ অক্টোবর প্রতিষ্ঠিত হয় ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন (ঊষা) যা ইংরেজিতে University Students' Association (USA) হিসাবে পরিচিত। ১৯৮৬ সালে এক ঝাক মেধাবী, সাহসী, উদ্যমী, দূরদর্শী তরুণের চিন্তাভাবনার ফসল এই সংগঠন। ঐতিহ্যবাহী ভাওয়াল গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার স্থায়ী বাসিন্দাদের মধ্যে বাংলাদেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা এই সংগঠনের সদস্য হতে পারবেন। সংগঠনের সদস্যদের মাঝে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য, ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধি করা, সুবিধা বঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা এবং উচ্চ শিক্ষার পথ সুগম করা এর লক্ষ্য ও উদ্দেশ্য। এটি একটি নির্দলীয়, অলাভজনক, নিরপেক্ষ, সেবামূলক, কল্যাণমূখী ও অরাজনৈতিক সংগঠন যা মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ও স্বাধীনতার মূল্যবোধ রক্ষায় সচেষ্ট থাকে। সংগঠনের বর্তমান শিক্ষার্থীদের সাধারণ সদস্য এবং সাবেক শিক্ষার্থীদের সম্মানিত সদস্য বলা হয়।

জি.এম. সাইফ সাফায়েত খান রিফাত
সভাপতি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি(২০২৪-২৫) ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন (ঊষা),শ্রীপুর,গাজীপুর
সভাপতির বাণী
বিস্ময়কর সম্ভাবনার দেশ বাংলাদেশ, আর আমাদের সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন (ঊষা) সেই সম্ভাবনাকে বাস্তবায়নের জন্য নিবেদিত এক প্ল্যাটফর্ম। "উদ্যমে, উদ্যোগে, তারুণ্যে দুর্জয়"—এই স্লোগানকে সামনে রেখে, শিক্ষা, শান্তি, ঐক্য ও প্রগতির মূলনীতি ধারণ করে আমরা ১৯৮৬ সাল থেকে অগ্রসর হচ্ছি। ঊষা কেবল একটি সংগঠন নয়; এটি ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সহযোগিতার এক উজ্জ্বল বাতিঘর। ভাওয়াল গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মেধাবী তরুণদের নিয়ে গঠিত এই সংগঠন বাংলাদেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য একটি পরিবার। সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা এবং উচ্চশিক্ষার পথ সুগম ক...

মোঃ কৌশিক আকন্দ
সাধারণ সম্পাদক, ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন (ঊষা)
সাধারণ সম্পাদকের বাণী
"উদ্যমে উদ্যোগে,তারুণ্যে দূর্জয়" নীল আকাশের নিচে সবুজের রাজ্য, শান্ত নদীর কলতান, শাল-গজারির গভীর বন আর উর্বর মাঠঘেরা আমাদের শ্রীপুর। প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর এই ভূমি শুধু ভূগোলের একটি নাম নয়, এটি আমাদের শেকড়, আমাদের অস্তিত্বের স্পন্দন। এই মাটির বুকে জন্ম নিয়েই আমরা স্বপ্ন দেখতে শিখেছি, জ্ঞানের পথ ধরে এগিয়ে চলেছি। শিক্ষা শুধু ডিগ্রি অর্জনের জন্য নয়, বরং এটি আমাদের সমাজ, সংস্কৃতি ও সভ্যতাকে এগিয়ে নেওয়ার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। আমরা যারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ছি, তারা কেবল নিজেদের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নিয়েই থেমে থাকতে পারি না—আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত শ্রীপুরের সম্ভাবনাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। আমাদের এই সংগঠন "ঊষা...